নাচোল উপজেলায় মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৪-১৫ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যপি ফুটবল প্রশিক্ষণ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান প্রশিক্ষার্থীদের মাঝে সনদ তুলেদেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, আমির উদ্দীন, শিক্ষক আলাউদ্দীন, আবু তালেব, আব্দুল হক, ইসাহাক আলী প্রমুখ। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে প্রশিক্ষণ দেন আনেকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জনিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৬-০৪-১৫