গ্রামীণফোন > নতুন বছরে নতুন সংযোগে নতুন অফার
বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গ্রাহকদের জন্য গ্রামীণফোন বিশেষ অফার চালু করছে।
এই অফারের আওতায় মাত্র ২৯ টাকা রিচার্জ করে গ্রামীণফোন গ্রাহকরা ২৪ ঘণ্টাই যেকোন গ্রামীণফোন নম্বরে প্রতি সেকেন্ডে ০.৫ পয়সায় এবং অন্য যেকোন অপারেটরের নম্বরে প্রতি সেকেন্ডে ১ পয়সায় কথা বলতে পারবেন। ৬ এপ্রিল থেকে গ্রামীণফোন প্রি-পেইড (নিশ্চিন্ত), ডিজুস, পল্লীফোন, গ্রামীণফোন পাবলকি ফোন, নর্বিাচতি একতা ও বজিনসে সলউিশন প্র-িপইেড এর নতুন গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকরা বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং প্রতি ১ জিবি ইন্টারনেট প্যাক ক্রয়ে আরো ১ জিবি বোনাস পাবেন। ৬ এপ্রিলের পর থেকে নতুন জিপি সিম চালু করলে গ্রাহকরা শুরুতইে ১০ টাকা টকটাইম, ৫০টি বোনাস এসএমএস এবং ৫০ এমবি ইন্টারনেট বোনাস ব্যবহার করতে পারবেন। এই প্রি-লোড করা টক টাইম এর মেয়াদকাল ১৫ দিন এবং ইন্টারনেট বোনাস ও ৫০ টি এসএমএস ব্যবহারের মেয়াদকাল ৩ দিন। প্রি-লোড করা টক টাইম ব্যালন্সে জানতে ডায়াল করতে হবে *৫৬৬# অথবা এসএমএস করতে হবে *৫৬৬*২#। আর ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *৫৬৭#।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবদ বিজ্ঞপ্তি/ ১৬-০৪-১৫
এই অফারের আওতায় মাত্র ২৯ টাকা রিচার্জ করে গ্রামীণফোন গ্রাহকরা ২৪ ঘণ্টাই যেকোন গ্রামীণফোন নম্বরে প্রতি সেকেন্ডে ০.৫ পয়সায় এবং অন্য যেকোন অপারেটরের নম্বরে প্রতি সেকেন্ডে ১ পয়সায় কথা বলতে পারবেন। ৬ এপ্রিল থেকে গ্রামীণফোন প্রি-পেইড (নিশ্চিন্ত), ডিজুস, পল্লীফোন, গ্রামীণফোন পাবলকি ফোন, নর্বিাচতি একতা ও বজিনসে সলউিশন প্র-িপইেড এর নতুন গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকরা বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং প্রতি ১ জিবি ইন্টারনেট প্যাক ক্রয়ে আরো ১ জিবি বোনাস পাবেন। ৬ এপ্রিলের পর থেকে নতুন জিপি সিম চালু করলে গ্রাহকরা শুরুতইে ১০ টাকা টকটাইম, ৫০টি বোনাস এসএমএস এবং ৫০ এমবি ইন্টারনেট বোনাস ব্যবহার করতে পারবেন। এই প্রি-লোড করা টক টাইম এর মেয়াদকাল ১৫ দিন এবং ইন্টারনেট বোনাস ও ৫০ টি এসএমএস ব্যবহারের মেয়াদকাল ৩ দিন। প্রি-লোড করা টক টাইম ব্যালন্সে জানতে ডায়াল করতে হবে *৫৬৬# অথবা এসএমএস করতে হবে *৫৬৬*২#। আর ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করতে হবে *৫৬৭#।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবদ বিজ্ঞপ্তি/ ১৬-০৪-১৫