পদ্মাতীরে বালি বস্তায় চাপা পড়ে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা বাঁধের বালির বস্তার নিচে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মা বাঁধের ৩ নম্বর স্পার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, শিবগঞ্জের পাকা ইউনিয়নের বাবুপুর গ্রামের নূরশেদ আলীর ছেলে সেরাজুল ইসলাম (৪০) ও তোফাজ্জলের ছেলে খুদু (৩৫)।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, সেরাজুল ও খুদু’র বাড়ি ফিরতে দেরী দেখে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। সকাল ৯টার দিকে নদী তীরে গিয়ে শুধু কোদাল দেখে তাদের সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহায়তায় বালির বস্তা সরিয়ে তারেদ লাশ উদ্ধার করা হয়। 

পাকা ইউনিয়নের চেয়ারম্যান  আব্দুল মালেক জানান, পদ্মার ভাঙ্গন প্রতিরোধের দেয়া বাঁধের ৩ নং স্পার এলাকায় চর পড়ে যাওয়ায়ওই বাঁধের বালির বস্তা গুলো সংগ্রহ করতে গিয়েছিল সেরাজুল ও খুদু।

এই সময় বাধের অন্য বস্তাগুলো পড়ে গেলে তাতে চাপা পড়ে মারা যায় তারা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৯-০৪-১৫

,