শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছনতা বিষয়ক অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে  ইউকে এইডের আর্থিক সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিস্কার পরিছন্নতা, নিরাপদ পানির ব্যবহার ও হাত ধোয়া  অনুশীলনের জন্য শুরু হয়েছে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন করেছে এসকেএস ফাউন্ডেশন। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক অবহিতকরন সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দীকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান আকন্দ, হাইজিন অফিসার পরিমল চন্দ্র সরকার, দুলাল চন্দ্র বর্মন প্রমুখ। সভায় জানানো হয়, ৩৬ মাস মেয়াদি এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৪-১৫