শিবগঞ্জ ও ভোলাহাটে ১৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বিলভাতিয়া থেকে  ৮শ’ বোতল ফেনসিডিলসহ ১ হাজার ৪শ নেশার ইনজাকশন উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি’র ৪৩ ব্যাটালিয়নের শিয়ালমারা কোম্পানীর কমান্ডার সুবেদা বাশেদ আলী জানান, সোমবার  দিবাগত রাতে বিলভাতিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার বেল্লাল হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বিজিবি’র  টহল দল বাংলাদেশের  ১৯২ মেইন পিলারের কাছে অভিযান চালয়। এ সময়  ২০/২২ জনের সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারত থেকে ফেনসিডিল ও নেশার ইনজাকশন নিয়ে আসার পথে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ও নেশার ইনজাকশন ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থা তা উদ্ধার করে।
এদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে জহুরপুর মাঠ থেকে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার বিজিবি।
বিজিবি জানান, সোমবার দিবাগত রাতে জহুরপুর টেক বিওপির একটি টহল দল হাবিলদার মকবুল ইসলাম নেতৃত্বে সীমান্ত পিলার ১৯/৪-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জহুরপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ, ভোলাহাট/ ২৮-০৪-১৫

, ,