আলাউদ্দীন হোটেলের খাবার খেয়ে পুলিশ অসুস্থ্য > ৪ হোটেল মালিক ২ কর্মচারী আটক (আপডেটসহ)

চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে আলাউদ্দীন হোটেলের (অধিক পরিচিত শাহজাহান হোটেল) খাবার খেয়ে পুলিশ সদস্যরা অসুস্থ্য হওয়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে হোটেল মালিক, বাবুর্চিসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, জাতিসংঘের অর্থ সহায়তায় পিআরপি কর্মসুচির আওতায় চলা প্রশিক্ষণে অংশ নেয়া চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ কর্মকর্তারা সোমবার শহরের আলাউদ্দীন হোটেল থেকে সরবরাহ করা নাস্তা ও খাবার খায়। সেই খাবার খেয়ে ওই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ থেকে ২২ জন পুলিশ সদস্য রাতের দিকে অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য পুলিশ সদস্যদের মধ্যে ৮জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীরা অন্যান্যস্থানে চিকিৎসা নেয়। পুলিশ জানায়, অসুস্থ্য পুলিশ সদস্য সাথী খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসাপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজির হোসেন জানান, বমি, পায়খানা ও জ্বর নিয়ে পুলিশ সদস্যরা হাসপাতালে আসলে তাদের ভর্তি নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে রাখা হয়। খাবারে বিষক্রীয়া থেকে এমনটা হয়ে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
ওই সূত্র জানায়, একযোগে পুলিশ কর্মকর্তাসহ এতো বেশী সংখ্যক পুলিশ অসুস্থ্য হয়ে পড়ার ঘটনায় আতংকিত হয়ে পুলিশ সদস্যরা। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে আলাউদ্দীন হোটেলের মালিক, বাবুর্চিসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সদর থানার এসআই মাহবুব বলেন, ‘পিআরপি প্রশিক্ষণের বরাদ্দকৃত অর্থ থেকে আলাউদ্দীন হোটেল থেকে খাবার আনা হয়। আমরা সাধারণত আলাউদ্দীন হোটেল থেকে খাবার সরবরাহ নিয়ে থাকি। ওই হোটেলের খাবার খাওয়ার পরই একযোগে অসুস্থ্য হওয়ার ঘটনা ঘটে’। তিনি বলেন, ‘খাবারের ত্রুটি অনুসন্ধানের জন্য হোটেল মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে’।
এদিকে রাতে সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হোটেল মালিক পক্ষে ৪ ভাই ও হোটেলের ২ কর্মচারীকে আটক দেখানো হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৪-১৫