সন্ধ্যায় আবারও ভুমিকম্প > লঘু কম্পনে, গুরু আতংক

গেল শনি ও রোববারের ভুমিকম্পের পর সোমবার সন্ধ্যায় আবারও ভমিকম্প অনুভুত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে অনুভুত হওয়া এই ভুমিকম্পের উৎপত্তিস্থল এবার নেপালে নয়, নেপাল-ভারত সীমান্ত এলাকার ভারতের মিরিক এলাকায়। যা বাংলাদেশ সীমান্তেরও কাছে।
ভুমিকম্পের উপত্তিস্থল মিরিক, ভারতের পশ্চিমবঙ্গের দার্জেলিং এলাকার। বাংলাদেশের পঞ্চগড়ের বালাবান্ধা সীমান্ত থেকে দুরুত্ব প্রায় ৬০ কিলোমিটার। যা নেপালেও সীমান্ত এলাকা।
সূত্র জানিযেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। 
সাধারণ মানুষ জানিয়েছে, সন্ধ্যার সময় হটাৎকরেই ভুমিকম্পের একটি ধাক্কা সাধারণ মানুষ অনুভব করে। তবে এটি বেশী স্থায়ী ছিলনা। হটাৎ ভুমিকম্পনে সাধারণ মানুষ আতংকিত হয়ে ঘর ছেড়ে বেড়িয়ে আসে। বহু মানুষ দীর্ঘক্ষণ আতংকিত হয়ে বাইরেই দাঁড়িয়ে থাকে।
ভুমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৫