শহরের কেবল নেটওর্য়াক ইকো চ্যানেলে ককটেল হামলা
চাঁপাইনবাবগঞ্জ শহরের কেবল অপারেটর প্রতিষ্ঠান ইকো চ্যানেলে সোমবার রাতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে ইকো চ্যানেল কার্যালয়ের মুলগেটে চালানো এ ককটেল হামলায় কেউ হতাহত হয়নি।
ইকো চ্যানেল নেটওর্য়াকের পরিচালক জামাল আব্দুল নাসের পলেন বলেন, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে দূর্বৃত্তরা অর্তকিতভাবে ককটেল হামলা চালায়। তিনি বরেন, ‘ আমরা অফিসের মধ্যে বসে কাজ করছিলাম। এমন সময় ককটেলের বিকট শব্দে আতংকিত হয়ে উঠে অফিসের কর্মকর্তা কর্মচারীরা। মূল গেটে ফাটানো ককটেলের ধোয়া অফিসের ভেতরেও ঢুকে পড়ে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি’।
তিনি অভিযোগ করেন, অবৈধভাবে কেবল ব্যাবসা করা প্রতিষ্ঠান ‘রোজার কেবল’-এর লোকজন এ ককটেল হামলা চালিয়েছে। গেল ৫/৭ মাস থেকে তারা ( রোজার কেবল) আমাদের কেবল লাইনের তার চুড়িসহ বিভিন্নভাবে হয়রানী করে আসছে। তারই ধারাবাহিতকা হিসেবে এই ককটেল হামলা।
এদিকে, শহরের ব্যস্ততম আবাসিক এলাকায় রাতের বেলায় এ ককটেল হামলার কারণে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝেও আতংক ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৫
ইকো চ্যানেল নেটওর্য়াকের পরিচালক জামাল আব্দুল নাসের পলেন বলেন, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে দূর্বৃত্তরা অর্তকিতভাবে ককটেল হামলা চালায়। তিনি বরেন, ‘ আমরা অফিসের মধ্যে বসে কাজ করছিলাম। এমন সময় ককটেলের বিকট শব্দে আতংকিত হয়ে উঠে অফিসের কর্মকর্তা কর্মচারীরা। মূল গেটে ফাটানো ককটেলের ধোয়া অফিসের ভেতরেও ঢুকে পড়ে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি’।
তিনি অভিযোগ করেন, অবৈধভাবে কেবল ব্যাবসা করা প্রতিষ্ঠান ‘রোজার কেবল’-এর লোকজন এ ককটেল হামলা চালিয়েছে। গেল ৫/৭ মাস থেকে তারা ( রোজার কেবল) আমাদের কেবল লাইনের তার চুড়িসহ বিভিন্নভাবে হয়রানী করে আসছে। তারই ধারাবাহিতকা হিসেবে এই ককটেল হামলা।
এদিকে, শহরের ব্যস্ততম আবাসিক এলাকায় রাতের বেলায় এ ককটেল হামলার কারণে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝেও আতংক ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৪-১৫