সুপ্র’র প্রাক বাজেট আলোচনা সভায় আম ভিত্তিক শিল্প গড়ে তোলার আহবান

সুশাসনের জন্য প্রচারভিযান-সুপ্র চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় আম ভিত্তিক শিল্প গড়ে তোলার আহবান জানিয়েছেন বক্তারা।  শুক্রবার অনুষ্ঠিত এক সভায় তারা এ আহবান জানান। চেতনা মানবিক উন্নয়ন সংস্থার মিলনায়তনে সুপ্র’র জেলা সভাপতি মোহিত কুমার দাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাযহারুল ইসলাম তরু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান শাহজাহান আলী, সুপ্র’র জেলা সম্পাদক জাফরুল আলম, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সৈয়দ শাহজামাল, সমাজসেবক খাবির উদ্দ্নি, মিজানুর রহমান মিজু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক সাজেদুল হক সাজু প্রমুখ। আলোচনাসভায় ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেটে চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় ইস্যু ও সুপারিশসমূহ তুলো ধরা হয়। সুপারিশগুলো ছিল, জেলায় খাতওয়ারী বাজেট চালু, জলবায়ু পরিবর্তনের কু-প্রভাব থেকে চাঁপাইনবাবগঞ্জকে রক্ষার্থে মহানন্দা নদীর পানি সংরক্ষণে রাবার ড্যাম নির্মাণ, অর্থকরী ফসল আম বিভিত্তক শিল্প গোড়ে তোলা, চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুসহ স্থানীয় অন্যান্য ইস্যু। সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন দূর্ঘটনায় নিহত ও আহত হয়ে প্রতিবন্ধীতা বরণকারীদের পূনর্বাসনে বাজেটে বরাদ্দ, সোনামসজিদ স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরসহ সবরকমের পণ্য আমদানী এবং কৃষি বীমা চালু প্রকল্পে বর্তমান অর্থবছরের বাজেটে বরাদ্দ দেয়ার দাবি তুলে ধরা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৩-১৫