শেষ হলো দু’দিনের ডিজিটাল মেলা সম্পন্ন

সদর উপজেলা পরিষদ চত্বরে সম্পন্ন হয়েছে ২দিন ব্যাপী উপজেলা ডিজিটাল মেলা। শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এই মেলার সমাপ্তি ঘোষণা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, ম্যাধমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আ,ফ,ম আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুর রহমান প্রমুখ। শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল গুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরীতে ৪ টি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে নাম ঘোষণা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিজয়ীদের মধ্যে  প্রথম হয়েছে প্রাণি সম্পদ অফিস, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায়  দ্বিতীয় হয়েছে পল্লী উন্নয়ন অফিস এবং যৌথভাবে তৃতীয় হয়েছে রেডিও মহানন্দা ও আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়। বিভিন্ন ইউনিয়নিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ  উদ্যোক্তা হয়েছেন  বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ইমান আলী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৩-১৫