দু’ অভিযানে দু’ হাজার পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে ৫জন আটক

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা পৃথক দু’টি অভিযান থেকে ১ হাজার ৯ শ ৬৭ পিস ইয়বাসহ ৫ জনকে শুক্রবার আটক করেছে।  এর মধ্যে গোদাগাড়ির শ্রীমন্তপুর গ্রাম থেকে ৯ শ ৬৭ পিস ইয়াবাসহ ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাট জোরগাছি এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবসহ ৩ জনকে আটক করা হয়।
র‌্যাব জানায়,চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছী গ্রামের বটতলা টু কুমারপাড়াগামী পাঁকা রাস্তার পার্শ্বে মতিনের রিং-স্লাপের কারখানার সামনে পাকুড় গাছের নিচে কয়েকজন লোক নিষিদ্ধ ইয়াবা কেনা-বেচার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। সন্ধ্যা ৬ টার দিকে চালানো অভিযানে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী লক্ষ্মীনারায়ণপুর (পোড়াগাঁ) এর শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (২২), কালিগঞ্জ বাবুপাড়া’র হাবিবুর রহমানের ছেলে  আরিফ হোসেন (২০), নামোরাজারামপুর হাজিপাড়ার  মোফাক্কার হোসেনের ছেলে মতিউর রহমান @ বাবু (২৮) কে এক হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, আটক হওয়ারা দীর্ঘদিন যাবত  ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।
এদিকে, শুক্রবার দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৬৭ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শ্রীমন্তপুর গ্রামের ‘গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ’ এর দক্ষিণ পার্শ্বের খেলার মাঠে অভিযান চালিয়ে গোদাগাড়ী থানার ভগোমহন্তপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রাজেস খাঁন (৩২), এবং শ্রীমন্তপুর গ্রামের জালালউদ্দিনের ছেলে শামীম রেজা (২৮)কে ৯৬৭ পিস ইয়াবাসহ  আটক করা হয়।

এ ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৩-১৫