ভোলাহাটে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে উপজেলায় এ বছর গমের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় মোট ১১ হাজার ৮ শত ৫ বিঘা জমিতে গম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৯ শত ৩৯ মে: টন। তবে সূত্র জানায়, প্রকৃতিক দূর্যোগ না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। এ দিকে উপজেলার বিভিন্ন অঞ্চলের গম চাষি সেভেল, গরিবুল, সেন্টু, ইবনে কাজেম জানান, সম্প্রতি তারা গম কেটে মাড়াই করে ঘরে তুলেছেন। তাদের ফলন বেশ ভালো হয়েছে। বিঘা প্রতি ১১ থেকে ১২ মণ করে হয়েছে। তবে তারা জানান, ধান চাষের থেকে গম চাষ করতে সেচ, সার, কীটনাশকসহ অন্যান্য খরচ কম হয় এবং উৎপাদনও বেশ ভালো হচ্ছে ফলে গম চাষে মানুষের আগ্রহ বাড়বে।
এদিকে গমের বাজার মূল্য মণ প্রতি ৮ থেকে ৯শত টাকা বিক্রয় হচ্ছে। কৃষকের দাবী বাজার মূল্য আর কিছু বৃদ্ধি করার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২১-০৩-১৫
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় মোট ১১ হাজার ৮ শত ৫ বিঘা জমিতে গম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৯ শত ৩৯ মে: টন। তবে সূত্র জানায়, প্রকৃতিক দূর্যোগ না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। এ দিকে উপজেলার বিভিন্ন অঞ্চলের গম চাষি সেভেল, গরিবুল, সেন্টু, ইবনে কাজেম জানান, সম্প্রতি তারা গম কেটে মাড়াই করে ঘরে তুলেছেন। তাদের ফলন বেশ ভালো হয়েছে। বিঘা প্রতি ১১ থেকে ১২ মণ করে হয়েছে। তবে তারা জানান, ধান চাষের থেকে গম চাষ করতে সেচ, সার, কীটনাশকসহ অন্যান্য খরচ কম হয় এবং উৎপাদনও বেশ ভালো হচ্ছে ফলে গম চাষে মানুষের আগ্রহ বাড়বে।
এদিকে গমের বাজার মূল্য মণ প্রতি ৮ থেকে ৯শত টাকা বিক্রয় হচ্ছে। কৃষকের দাবী বাজার মূল্য আর কিছু বৃদ্ধি করার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২১-০৩-১৫