ভোলাহাটে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে শুক্রবার সন্ধ্যায় বন্ধ হলো বাল্য বিয়ে।
জানা গেছে, উপজেলার ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের তেলীপাড়া গ্রামের ইউপি সদস্য আনসার আলীর বাড়ী সংলগ্ন আলমের মেয়ে রামেশ্বর পাইলট ইন্সটিটিউশনের ৯ম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে ভোলাহাটের ইমামনগর গ্রামের এক যুবকের বিয়ে আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় বিয়ে সম্পন্ন হবে এমন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো: রফিক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ও মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নকিবুল হাসান ও এসআই শিশির কুমার চক্রবর্তীকে সাথে নিয়ে অভিযান চালিয়ে মেধাবী ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেন।
এদিকে ঐ ছাত্রীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য তার বাবার কাছ থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে নেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২১-০৩-১৫

,