কানসাট কলাবাড়িতে পেট্রোল বোমায় কাভার্ডভ্যান চালক নিহত ॥ আহত হেলপার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়িতে দূর্বৃত্তদের পেট্রোল বোমায় এক কাভার্ডভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়েছে। নিহত চালকের নাম শিপন আলী (৩০)। সে ভোলার বোরহানউদ্দীন উপজেলার আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে নবীউল্লা কার্গো সার্ভিস নামের একটি কাভার্ডভ্যান নিয়ে সোনামসজিদ স্থল বন্দরে যাওয়ার সময় কলাবাড়িতে দূর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে কাভার্ডভ্যানের চালক শিপন দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় কাভার্ডভ্যানের হেলপার সাকিল। আহত সাকিলের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি গ্রামে। সে জসিম উদ্দীনের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপার সাকিলকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, সাকিলের দেহের ৮০ শতাংশই পুড়ে গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, নিহত চালকের লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গতরাতে শিবগঞ্জে সোনামসজিদগামী তিনটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৩-১৫