গণিতের ভীতি দূর করতে পাই দিবস পালিত (ভিডিওসহ)

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পাই দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউরোনিয়াম কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে শহরের পৌরপার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ক্লাব সুপার মার্কেট মোড়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার মেয়র মাওলানা আবদুল মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোঃ নাহিদুর রহমান নাহিদ। বক্তারা বলেন পাই হচ্ছে পরিধি ব্যাসের সেওি। পাই দিয়ে গণিতের বিভিন্ন বিষয় লেখা যায়। তাই পাইয়ের সঠিক শিক্ষা নিয়ে গণিতের ভীতি দুর করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৩-১৫