বিকেলের আকাশ-বাতাসজুড়ে ছিল শুধুই ‘বাংলাদেশ, বাংলাদেশ’

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উঠায় মঙ্গলবারের চাঁপাইনবাবগঞ্জের বিকেলটা ছিল অন্যরকম। লাগাতর চলা হরতাল অবরোধের মাঝে ঘটে যাওয়া সংহিসতা আর নাশকতার মাঝে সাধারণ মানুষকে দিনে দিনে যখন হতাশা ঘিরে ধরেছিলো। তখন ক্রিকেটের একটা বিজয়ে যেন মানুষ ‘হাঁপ’ ছেড়ে বাঁচে। দেশজুড়ে চলমান ‘রাজনৈতিক’ পরিস্থিতিতে যেখানে রাজনৈতিক দলগুলোর রাজপথে নামা মানেই একে অপরের বিরুদ্ধাচারণ এবং বিশদাগার করা আর প্রতিহিংসাকে উসকে দেয়। সেইরকম এক পরিস্থিতিতে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামলীগ ও বিএনপি মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজপথে নেমেছিলে তবে, প্রতিপক্ষতা নিয়ে নয়, আনন্দ মিছিল নিয়ে। আওয়ামীলীগ, বিএনপি’র বাইলেও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থা, প্রথম আলো বন্ধুসভাসহ নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেচে গেয়ে আন্দন্দ করেছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের জয়কে ঘিরে। ছাত্র, তারুণ কিশোর, কিশোরী, যুব থেকে শুরু করে বয়স্করাও উচ্ছাসে ভেসেছিল। মঙ্গলবারের চাঁপাইনবাবগঞ্জে বিকেলের আকাশ-বাতাসজুড়ে শুধুই উচ্চারিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে বের হয় আনন্দ র‌্যালি। র‌্যালিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জামাল আবু নাশের পলেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার।। র‌্যালিতে বাংলাদেশ ক্রিকেটের লোগোর ‘টাইগার’ও ছিল।
আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে ব্যান্ড বাজিয়ে নেচে-গেয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বের করে আনন্দ র‌্যালি। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা বাবুল কুমার ঘোষ, অধ্যাপক শরীফুল আলম, এজাবুল হক বুলি, শাহজাহান আক্তার ডালু, যুবমহিলাগীনের শান্তনা হক শান্তা, ইয়াসমিন সুলতানা রুমা, কাকলি, জেলা ছাত্রলীগের সভাপতি ফায়জার রহমান কনক, জিয়াউর রহমান আরমান। আনন্দ মিছিলে পটকা ফুটিয়ে ও রং ছিটিয়েও আনন্দে মেতে উঠে বাংলার তরুনরা।
বাংলাদেশ ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে উঠায় মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি’র নেতৃত্বে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর এ্যাড. ময়েজ উদ্দিন, দেবীনগর ইউপি চেয়ারম্যান আ.ক.ম. শাহিদুল ইসলাম পলাশ, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সদর উপজেলা ছাত্রদল নেতা মেনন প্রমুখ।
আইসিসি ওয়ার্ড কাপ ক্রিকেটেট বাংলাদেশ ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে উঠায় মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে দোয়া মাহফিল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাখাওয়াত হোসেন, মাওলানা আব্দুল মমিন, মহিলা কাউন্সিলর কারিমা আখতার বানু, পৌরসভার সচিব মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, মাওলানা আব্দুল বাশিরসহ অন্যরা। দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিজয় মিছিল করেছে। টিম টাইগারকে অভিনন্দন জানিয়ে জেলা শহরে বিজয় মিছিলে অংশ নেয় বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষ ও তরুণরা।
ভোলাহাট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সাধারণ সম্পাদক ডা: আশরাফুল হকের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জাতীয় পতাকা হাতে আনন্দ মিছিল মেডিকেল গেট হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আলীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাইফুল আহম্মেদ বিশ্বাস, দপ্তর সম্পাদক মতিউর রহমান তারা, সাবেক উপজেলা আলীগ সভাপতি ওয়াজেদ আলী, ভোলাহাট সদর ইউপি আলীগ সভাপতি আনোয়ার হোসেন রজব, সাধারণ সম্পাদক মোনায়েম হক নিখিল, গোহালবাড়ী ইউপি সাধারণ সম্পাদকসহ অন্যরা। এছাড়াও বিভিন্ন স্থানে স্ব-স্ব উদ্যোগে দলমত নির্বিশেষে আনন্দ মিছিল উদযাপন করে। ভোলাহাটে আনন্দ মিছিল পরে আলোচনায় আগামী দিনে ফাইনালে বাংলাদেশ ক্রিকেট দলকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমাদের প্রতিবেদক রবিউল আওয়াল জানান, বাংলাদেশ কোর্য়াটার ফাইনালে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শেভাযাত্রাটি সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর মোহাম্মদ মিজানউদ্দিন ,্উপ-উপচার্য প্রফেসর চৌধরী সারওয়ার জাহানসহ শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।
চাঁপাইনবাবগঞ্জের অন্যান উপজেলাতেও আনন্দ র‌্যালি বের হওয়ার খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৩-১৫