ফেব্রুয়ারিতেও সোনামসজিদ বন্দরে লক্ষমাত্রায় ঘাটতি ৫৪ কোটি টাকা ॥ অর্জন মাত্র ১১ কোটি
২০ দলের ডাকা টানা অবরোধ ও হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রহরায় প্রতিদিন শত শত পন্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে গেলেও কাঙখিত রাজস্ব আয় হচ্ছেনা। হরতাল আর অবরোধের কারণে দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদে ফেব্রুয়ারি মাসের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ফেব্রুয়ারি মাসে যেখানে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৫ কোটি ১২ লাখ ৬২ হাজার টাকা। সেখানে আদায় হয়েছে ১১ কোটি ৩৪ লক্ষ ৫৩ হাজার টাকা। রাজস্ব আয়ের লক্ষমাত্রায় ঘাটতি হয়েছে ৫৩ কোটি ৭৮ লক্ষ ৯ হাজার টাকা।
বন্দর সূত্র জানিয়েছে, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের পাহারায় পন্যবাহী ট্রাকগুলো পারাপার না হলে হয়তো আরও ক্ষতিকর প্রভাব পড়তো রাজস্ব আদায়ে। বঞ্চিত হতো সরকার রাজস্ব আদায় থেকে।
ওই সূত্র জানিয়েছে, একদিকে লাগাতর হরতাল অবরোধের কারণে আমাদানী রপ্তনীতে মন্থরগতির কারণে রাজস্ব আয় কম হওয়ার পাশাপাশি একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর ওজন কম দেখিয়ে রাজস্ব ফাঁকির বিষয়টি ধরা পড়ায় ওজন যন্ত্রের তদারকির দায়িত্ব বিজিবি কর্মকর্তার গ্রহণ করলে আমদানী পণ্যের ট্রাকের পরিমাণও কমে যায়। বিজিবির তৎপরতার পর অসাধু চক্র আমদানী কমিয়ে দেয়ায় রাজস্ব আয়ও কমেছে প্রচুর পরিমাণ।
তবে, ওই সূত্র জানিয়েছে বিজিবি তদরকির দায়িত্ব গ্রহণ করায় ‘যথযথা’ রাজস্ব আয় বেড়েছে। তা না হলে রাজস্ব আয়ের পরিমাণ আরো অনেক কম হতো।
বন্দর সূত্র জানিয়েছে, বিজিবি ওজনমাপক যন্ত্রে তদারকি শুরু করায় আমদানিকারকরা অন্য স্থলবন্দরে চলে গেছে। এছাড়া বেশী রাজস্ব আয় হতো যে ফল থেকে সে ফল আমদানীও কমে গেছে হরতাল অবরোধের কারণে।
সোনামসজিদ স্থল বন্দর কাস্টমস সহকারি কমিশনার নূরুল বাসির জানান, চলমান রাজনৈতিক কর্মসূচি হরতাল আর অবরোধের কারণে স্বাভাবিকভাবে পণ্য আমদানি করতে পারছেনা ব্যবসায়ীরা। আমদানীর পরিমাণ কম হওয়ার ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তিনি আরো বলেন, সরকার সব চেয়ে বেশি রাজস্ব পেয়ে থাকে ফল থেকে। কিন্তু আমদানীকারকরা কোন প্রকার ফল আমাদানি করছেনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৩-১৫
বন্দর সূত্র জানিয়েছে, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের পাহারায় পন্যবাহী ট্রাকগুলো পারাপার না হলে হয়তো আরও ক্ষতিকর প্রভাব পড়তো রাজস্ব আদায়ে। বঞ্চিত হতো সরকার রাজস্ব আদায় থেকে।
ওই সূত্র জানিয়েছে, একদিকে লাগাতর হরতাল অবরোধের কারণে আমাদানী রপ্তনীতে মন্থরগতির কারণে রাজস্ব আয় কম হওয়ার পাশাপাশি একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর ওজন কম দেখিয়ে রাজস্ব ফাঁকির বিষয়টি ধরা পড়ায় ওজন যন্ত্রের তদারকির দায়িত্ব বিজিবি কর্মকর্তার গ্রহণ করলে আমদানী পণ্যের ট্রাকের পরিমাণও কমে যায়। বিজিবির তৎপরতার পর অসাধু চক্র আমদানী কমিয়ে দেয়ায় রাজস্ব আয়ও কমেছে প্রচুর পরিমাণ।
তবে, ওই সূত্র জানিয়েছে বিজিবি তদরকির দায়িত্ব গ্রহণ করায় ‘যথযথা’ রাজস্ব আয় বেড়েছে। তা না হলে রাজস্ব আয়ের পরিমাণ আরো অনেক কম হতো।
বন্দর সূত্র জানিয়েছে, বিজিবি ওজনমাপক যন্ত্রে তদারকি শুরু করায় আমদানিকারকরা অন্য স্থলবন্দরে চলে গেছে। এছাড়া বেশী রাজস্ব আয় হতো যে ফল থেকে সে ফল আমদানীও কমে গেছে হরতাল অবরোধের কারণে।
সোনামসজিদ স্থল বন্দর কাস্টমস সহকারি কমিশনার নূরুল বাসির জানান, চলমান রাজনৈতিক কর্মসূচি হরতাল আর অবরোধের কারণে স্বাভাবিকভাবে পণ্য আমদানি করতে পারছেনা ব্যবসায়ীরা। আমদানীর পরিমাণ কম হওয়ার ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তিনি আরো বলেন, সরকার সব চেয়ে বেশি রাজস্ব পেয়ে থাকে ফল থেকে। কিন্তু আমদানীকারকরা কোন প্রকার ফল আমাদানি করছেনা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৩-১৫