‘নির্যাতন-নিপীড়ন’-এর প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ
আদিবাসীদের উপর নির্যাতন-নিপীড়ন, হত্যা-ধর্ষণ, ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা, ভূমিদস্যুদের হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালিত হয়েছে। বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের শহীদ সাটু হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী লাহন্তি ফাউন্ডেশন। চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর এবং রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলার কয়েক শ’ শিশু,নারী ও পুরুষ প্রথমে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এসে জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ সাটু হলের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। প্রায় দেড় ঘন্টা ধরে চলা কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সুবিন মুন্ডা, প্রেসিডিয়াম সদস্য অনীল মারান্ডি, রাজশাহী জেলার সভাপতি বিমল রাজোয়ার, সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি বিচিত্রা তিরকি, লাহন্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বঙ্গপাল সর্দার, আদিবাসী নেত্রী কুটিলা রাজোয়ার, করুনা রাজোয়ার, সিপিবি নেতা ইসরাঈল সেন্টু, যুবমৈত্রী নেতা মনিরউদ্দীন প্রমুখ। এসময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়ায় শত বছর ধরে বাস করা ৩০ টি আদিবাসী পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছে ভূমিদস্যুরা। ভূমিদস্যুদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা গ্রামে হামলা চালাচ্ছে এবং আদিবাসীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে আদিবাসীরা। এছাড়া আতাহার গ্রামে এক আদিবাসী নারীকে ধর্ষণ ও রাজশাহীর তানোরে আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রমকে হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামের আদিবাসীদের হুমকি প্রদানকারী ভূমিদস্যুদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, যুগিডাইং আদিবাসী গ্রামের আদিবাসী নারীকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় আদিবাসীরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৩-১৫