১৭ লক্ষ ভারতীয় জাল রূপী উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে বিজিবি ১৭ লাখ ভারতীয় জাল রূপী উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে ব্যাটালিয়নের শিবগঞ্জ উপজেলার  মনাকষা সীমান্তফাঁড়ির একটি টহল দল নায়েক সুবেদার মহিউদ্দিন এর নেতৃত্বে সীমান্তবর্তী বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ইলিয়াস মন্ডলের ছেলে আসাম উদ্দিন (৪৫) এবং আসামউদ্দিনের ছেলে বাবু আহমেদ (২৫) এর বাড়ী তল্লাশী করে।
এ সময় আসামউদ্দিনের শোবার ঘরের তোষকের নীচ ও লেপের ভাঁজের মধ্য হতে ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ভারতীয় জাল রুপী শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং ঘটনায় পলাতক পিতা-পুত্র আসাম উদ্দিন ও বাবু আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু ও সফিকুল ইসলাম সফিক, নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৩-১৫

,