রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে পুলিশের বাধা

মুক্তমনা ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টায় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে টুকিটাকি চত্বরে সমাবেশ করার প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিজিৎ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা সমাবেশ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের অর্থ সম্পাদক তাসনোভা তাহরিন অন্তরা সেখানকার পরিস্থিতির ছবি তুলতে গেলে সহকারী কমিশনার আলম রাগান্বিত হয়ে মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছাত্রফেডারেশনের সভাপতি ফারুক ইমন এবং ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেনের সাথে পুলিশের তুমুল বাক বিতন্ডা হয়।
মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, ক্যাম্পাসের মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা থাকার কারনে সমাবেশে বাধা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ প্রতিবেদক, রাবি/ ০৩-০৩-১৫