শিবগঞ্জে অতিদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জেলার শিবগঞ্জে ২৫ জন অতিদরিদ্র মহিলাদের টানা এক মাস দর্জি সেলাই প্রশিক্ষণ শেষে তাদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দিয়েছে উদ্দীপনা শিবগঞ্জ শাখা। গতকাল রোববার সকালে উদ্দীপনা শিবগঞ্জ শাখায় অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক রবিউল ইসলাম। উদ্দীপনা রাজশাহী অঞ্চলের ডিপুটি ম্যানেজার খন্দকার শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক হিসাব কর্মকর্তা বেলাল হোসেন, শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পিও টেশনিক্যাল রাকিব হোসেন প্রমূখ। এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ২৫জন অতিদরিদ্র মহিলাদের সেলাই মেশিন তুলে দেন উপজেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক রবিউল ইসলাম। এর মধ্যে মেশিন প্রাপ্ত কানসাট-পুলিশ মাইল গ্রামে সায়েমা, শিবগঞ্জ-বড় চকদৌলতপুর গ্রামের শেলি, উজিরপুরের বিউটি, দূর্লভপুর-বনকুল গ্রামের টসরী, মনাকষা এলাকার নিফা, ও দাদচক গ্রামের জিলিয়ারা সহ মোট ২৫জনকে এক মাস প্রশিক্ষণ শেষে তাদের এই সেলাই মেশিন দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৩-১৫