বাঙ্গালির মুক্তি সংগ্রামের মাইল ফলক “ঐতিহাসিক ৭ই মার্চ” পালিত

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ। জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকাল ৭ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের সাধ্যমে দিবসের কর্মসূচী আরম্ভ হয়। সকাল সোয়া সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকাল সাড়ে সাতটায় শহরের ফকিরপাড়া জামে মসজিদে কোরআনখানি করা হয়। দলীয় কার্যালয়ে লাউডস্পীকারে দিনব্যাপী বাজান হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন। জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ্যাড.মিজানুর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ। এদিকে দিবসটি উপলক্ষে জেলা ছাত্রলীগ পৃথক কর্মসূচী পালন করেছে। সকালে তারা সংক্ষিপ্ত র‌্যালী সহকারে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু উন্মূক্ত মঞ্চে তাাঁর প্রতিকৃতি ম্যূরালে পূস্পস্তবক অর্পণ করে। এসময় ১ মিনিট নীরবতা পালন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক ও সাধারন সম্পাদক জিয়াউর রহমান আরমান।
এদিকে,গোমস্তাপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে সকালে পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বেগম কাচারী প্রাঙ্গনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজাহান আনসারী মামলত। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. আফসার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আ: আজিজ,সহসভাপতি হারুন বিশ্বাস,সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র রাব্বানী বিশ্বাস,যুবলীগ নেতা রাশেদুল ইসলাম ও সেরাজুল ইসলাম টাইগার,ছাত্রলীগ নেতা মোমিন বিশ্বাস,মোক্তাদির বিশ্বাস ও রবিউল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু ও আব্দুস সালাম তালুকদার, নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৩-১৫