ভারতে প্রবেশকালে বিজিবি-বিএসএফ যৌথ টহলদলের হাতে বাংলাদেশী আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি-বিএসএফ এর যৌথ টহলদলের হাতে আটক হয়েছে এক বাংলাদেশী যুবক। আটককৃত যুবক হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুরের বিশরশিয়া এলাকার মো.জবদুল হকের ছেলে মো. সেলিম রেজা (৩০)। ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. নাজমুল আলম রবিবার দিবাগত রাত ৯টার দিকে এক প্রেসনোটে জানান, চাঁপাইনবাবগঞ্জ এর টহলদল এক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্তের শুন্য লাইন অতিক্রমকালে তাকে আটক করেছে। রবিবার ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তফাঁড়ির টহল দল নায়েক সুবেদার মো. আব্দুর রহমান এর নেতৃত্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে সমন্বিত টহল পরিচালনা করার সময় বেলা সোয়া ১০টার দিকে বাংলাদেশী নাগরিক জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুরের বিশরশিয়া এলাকার মো.জবদুল হকের ছেলে সেলিম রেজা (৩০) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে বিজিবি’র টহল তাকে আটক করে। টহল দল আটককৃত নাগরিককে তল্লাশী করে একটি ভারতীয় মোবাইল ফোন ও সীম কার্ড এবং ৬০ ভারতীয় রুপী উদ্ধার করে। আটককৃত বাংলাদেশী নাগরিককে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৩-১৫