সাতরশিয়ায় ভারতীয় ‘শক্তি বিষ’ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে বিজিবি ভারতীয় জাল রুপী ও গাছে প্রয়োগের অবৈধ বিষ ভারতীয় ‘শক্তি বিষ’ উদ্ধার করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপরে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের  জহুরপুর-টেক সীমান্তফাঁড়ির একটি টহলদল হাবিলদার মাহবুব আলম এর নেতৃত্বে জেলার সদর উপজেলার সাতরশিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচ হাজার টাকা মূল্যর ২০ কেজি গাছে প্রযোগের অবৈধ ভারতীয় “শক্তি বিষ” উদ্ধার করে। উদ্ধারকৃত বিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে।
এদিকে, পৃথক আরেক অভিযানে মাসুদপুর সীমান্তফাঁড়ির একটি টহলদল হাবিলদার সুলতান আহমেদ এর নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় অর্ধলক্ষ জাল ভারতীয় রুপী উদ্ধার করে। উদ্ধারকৃত জাল রুপী শিবগঞ্জ থানায় জমা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৩-১৫