জাতীয় নির্বাচনের আদলে মডেল স্কুলে অনুষ্ঠিত হলো ক্ষুদে শিক্ষার্থীদের নির্বাচন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে চাঁপইনবাবগঞ্জ শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বচান। সকাল থেকেই নির্বাচনকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থী ও প্রার্থীদের আনন্দ উচ্ছাসের কোন কমতি ছিল না। ক্ষুদে শিক্ষার্থদের নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের মতই ছিল নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসার। শিক্ষার্থীদের কেউ দ্বায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনারের, কেউ ছিলেন প্রিজাইডিং ও পোলিং অফিসার। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চান শিক্ষার্থীদের কাছে। অনেক প্রার্থী নিজের বন্ধুদের সাথে নিয়ে প্রতিটি ক্লাসে ঘুরে নির্বাচিত হলে স্কুলের জন্য কাজ করার ইচ্ছার কথা জানিয়ে ভোট চান শিক্ষার্থীদের কাছে। প্রার্থীরা জানান, তারা নির্বাচিত হলে যাতে কেউ বিদ্যালয় ফাঁকি না দেয়, লেখাপড়া যাতে ভাল হয় সে ব্যাপারে কাজ করবেন। এ ছাড়া বিদ্যালয়ের উন্নয়নেও তারা ইতিবাচক ভূমিকা পালন করবেন বলে জানান। জয়ের ব্যাপরে সকলেই ছিলেন আতœবিশ্বাসী।
এর মাঝেই ভোট গ্রহণের সময় চলে আসে, বন্ধ হয় প্রচারণা। এবার সবাই সারিবন্ধ ভাবে দ্বাড়িয়ে নির্ধারিত বুথে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার তাহিয়াত হক বুশরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক ভোট কেন্দ্র ঘুরে দেখেন ও ভোটারদের সাথে কথা বলেন। এই সময় নির্বাচন কমিশনার তাহিয়াত হক বুশরা জানান, আমাদের স্কুলের ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর শিক্ষাথীদের নিয়ে এই স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হচ্ছে। এতে ১১ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদন্দিতা করেন।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন নিয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক জানান, নির্বাচনে যে ৭ জন প্রতিনিধি নির্বাচিত হবে, তারা আগামী কাল মঙ্গলবার প্রথম মিটিং এর মাধ্যমে নিজেরা বিভিন্ন দ্বায়িত্ব ভাগ করে নেবেন। তিনি জানান, পরিবেশ সংরক্ষন, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরী, অভ্যার্থনা ও আপ্যায়ন সহ বিদ্যালয়ের কার্যক্রমে সহায়তা করবে এই ৭ নির্বাচিত প্রতিনিধিরা।
এদিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার তাহিয়াত হক বুশরা। ঘোষিত ফল অনুযায়ী নির্বাচিতরা হলেন শাইখ বিন তৌফিক(৫ম শ্রেনী, শাখা খ রোল ২),তিনি পেয়েছেন ১৮৯ ভোট, আবু রিসতিয়ার আনসারী (৫ম শ্রেনী, শাখা ক রোল ৫), তিনি পেয়েছেন ১৬১ ভোট, সালেহ মো: সামিউল বাসির(৫ম শ্রেনী, শাখা ক রোল ১), তিনি পেয়েছেন ১৫৪ ভোট, কাজী আব্দুর রব আপন ( ৪র্থ শ্রেনী শাখা খ রোল ২৯) তিনি ভোট পেয়েছেন ১৯২ টি, মো: সাদমান আমান, (৪র্থ শ্রেনী শাখা খ রোল ৫৯) তিনি ভোট পেয়েছেন ১৬০, আবরার রইস মাহাদী (৩য় শ্রেনী, শাখা ক রোল ১) তিনি পেয়েছেন ২০৮ ভোট, মো:আলী আকবর আবীর (৩য় শ্রেনী, শাখা খ রোল ১৪) তিনি ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার আরো জানান, নির্বাচনে ৪৬৮ জন ভোটারের মধ্যে ৩৩৩ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের ছাত্র ভর্তি বৃদ্ধি ঝরে পরা রোধ, শিক্ষার মান বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকান্ডে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করা উদ্দোশ্য নিয়ে ২০১০ সালে সারাদেশের ২০ টি উপজেলায় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। এতে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও কার্যক্রমটি সফল হওয়ায় প্রতিবছরই ক্ষুদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৩-১৫
এর মাঝেই ভোট গ্রহণের সময় চলে আসে, বন্ধ হয় প্রচারণা। এবার সবাই সারিবন্ধ ভাবে দ্বাড়িয়ে নির্ধারিত বুথে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার তাহিয়াত হক বুশরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক ভোট কেন্দ্র ঘুরে দেখেন ও ভোটারদের সাথে কথা বলেন। এই সময় নির্বাচন কমিশনার তাহিয়াত হক বুশরা জানান, আমাদের স্কুলের ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর শিক্ষাথীদের নিয়ে এই স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হচ্ছে। এতে ১১ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদন্দিতা করেন।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন নিয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক জানান, নির্বাচনে যে ৭ জন প্রতিনিধি নির্বাচিত হবে, তারা আগামী কাল মঙ্গলবার প্রথম মিটিং এর মাধ্যমে নিজেরা বিভিন্ন দ্বায়িত্ব ভাগ করে নেবেন। তিনি জানান, পরিবেশ সংরক্ষন, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষ রোপন ও বাগান তৈরী, অভ্যার্থনা ও আপ্যায়ন সহ বিদ্যালয়ের কার্যক্রমে সহায়তা করবে এই ৭ নির্বাচিত প্রতিনিধিরা।
এদিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার তাহিয়াত হক বুশরা। ঘোষিত ফল অনুযায়ী নির্বাচিতরা হলেন শাইখ বিন তৌফিক(৫ম শ্রেনী, শাখা খ রোল ২),তিনি পেয়েছেন ১৮৯ ভোট, আবু রিসতিয়ার আনসারী (৫ম শ্রেনী, শাখা ক রোল ৫), তিনি পেয়েছেন ১৬১ ভোট, সালেহ মো: সামিউল বাসির(৫ম শ্রেনী, শাখা ক রোল ১), তিনি পেয়েছেন ১৫৪ ভোট, কাজী আব্দুর রব আপন ( ৪র্থ শ্রেনী শাখা খ রোল ২৯) তিনি ভোট পেয়েছেন ১৯২ টি, মো: সাদমান আমান, (৪র্থ শ্রেনী শাখা খ রোল ৫৯) তিনি ভোট পেয়েছেন ১৬০, আবরার রইস মাহাদী (৩য় শ্রেনী, শাখা ক রোল ১) তিনি পেয়েছেন ২০৮ ভোট, মো:আলী আকবর আবীর (৩য় শ্রেনী, শাখা খ রোল ১৪) তিনি ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার আরো জানান, নির্বাচনে ৪৬৮ জন ভোটারের মধ্যে ৩৩৩ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের ছাত্র ভর্তি বৃদ্ধি ঝরে পরা রোধ, শিক্ষার মান বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকান্ডে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করা উদ্দোশ্য নিয়ে ২০১০ সালে সারাদেশের ২০ টি উপজেলায় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। এতে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও কার্যক্রমটি সফল হওয়ায় প্রতিবছরই ক্ষুদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৩-১৫