এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে গুনগত মানের উচ্চশিক্ষা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর নিজস্ব মিলনায়তনে সোমবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬০টি বিভিন্ন সরকারী এবং বেসরকারী কলেজের অধ্যক্ষদের সঙ্গে উচ্চশিক্ষার মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শিক্ষা কার্যক্রম ও বিশেষায়িত বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ সন্তুষ্টি জ্ঞাপন করে চাঁপাইনবাবগঞ্জে উচ্চশিক্ষা প্রসারের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সার্র্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানসহ অন্যান্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদ বিজ্ঞপ্তি/ ২৩-০৩-১৫