শিবগঞ্জে অস্ত্রসহ একজনকে আটক করেছে ব্যাব
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দাদনচক হল মোড় এলাকা থেকে সাহাপাড়া গ্রামের সোহবাবের ছেলে অস্ত্র ব্যবসায়ী বাবুকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের এএসপি কামরুল আহসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দাদনচক হল মোড় এলাকার একটি আম বাগানে অস্ত্র কেনা-বেচার সময় র্যাব একটি আম বাগান অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ বাবুতে গ্রেপ্তার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০-০৩-১৫