আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


“নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালীতে অংশ গ্রহণ করে জেলার বিভিন্ন এনজিও, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দীকা, শিক্ষাবিদ মর্জিনা হক, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলাতানা রাজিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দির হাছিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালসহ বিভিন্ন মহিলা সমিতির সদস্যরা। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার উপর গুরুত্বারোপ করা হয় সভায়। জেলা মহিলা সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলাতানা (রুমা)’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্থার জেলা কমিটির সদস্য মাহমুদা খাতুন, রেবেকা সুলতানা, তাসমিয়া আনোয়ার, সংস্থার জেলা কর্মকর্তা পংকজ কুমার দাস। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ এ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে শহরের শান্তিমোড়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে স্থানীয় বেসরকারী সংস্থা জিবাস, আপন, বাঁধন, রসকস, প্রভাত সমাজ কল্যান সংস্থা ও দিগন্ত মানব কল্যান সংস্থার নির্বাহী পরিচালকগণ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শহীদ সাটু হল চত্বরে চাঁপাইনবাবগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, সনাক প্রতিনিধি এ্যাড. সাইফুল ইসলাম রেজাসহ অন্যরা।
আমাদের শিবগঞ্জ নিজস্ব প্রতিবেদক জানান, শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরসহ উপজেলার বিভিন্ন এনজিও সংগঠন র‌্যালী ও আলোচনা সভা করে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আফাজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থ শিউলী বেগম, ঠাঙ্গামারা মহিলা সংস্থা (টিএমএসএস) উপজেলা শাখার ম্যানেজার আতিকুর রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম। এছাড়া ঠাঙ্গামারা মহিলা সংস্থা (টিএমএসএস)র উদ্যোগে একটি র‌্যালী বের হয়। অন্যদিকে ব্র্যাক, উদ্দীপনা শিবগঞ্জ শাখা পৃথক পৃথক র‌্যালী বের করে।
আমাদের নাচোল নিজস্ব প্রতিবেদক জানান, রবিবার নাচোল উপজেলা পরিষদ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রানী, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাচোল ডিগ্রী কলেজের প্রভাষক আকলিমা খাতুন প্রমুখ।
আমাদের গোমস্তাপুর নিজস্ব প্রতিবেদক প্রতিবেদক জানান, গোমস্তাপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও ব্র্যাক এনজিও পৃথক পৃথক কর্মসূচী পালন করে। সকালে উপজেলা প্রশাসন উপজেলা চত্ত্বর খেকে একটি র‌্যালি বের করে রহনপুর শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল ও পল্লী উন্নয়ন কর্মকর্তা কাবিলউদ্দিন প্রমূখ। অন্যদিকে ব্র্যাক এনজিও সকালে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি রহনপুরস্থ নুনগোলা ব্য্রাক অফিস থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে এসে আলোচনার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, ব্যবস্থাপক মোস্তফা কামাল, ব্র্যাক ওয়াশের পিও আবু হানিফ, এডিপি প্রোগ্রামের এফও নাদিরা খাতুন ও লিগ্যাল এইড’র নিলুফা খাতুন। আমাদের ভোলাহাট নিজস্ব প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিশাল র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো. রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মশিউর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক খান, পুলিশ পরিদর্শক( তদন্ত) মোজহারুল ইসলাম প্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোস্তারি খাতুন, ব্র্যাক ভোলাহাট ওয়াস কর্মসূচীর ব্যবস্থাপক তৌফিকুল আজিজসহ অন্যরা। দিবসটি উপলক্ষে জেলার শিবগঞ্জে অনুরুপ কর্মসূচী পালনের খবর পাওয়া গেছে।এর আগে শুক্রবার জেলার নাচোলে ও  সদরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সিএমইএস এর উদ্যোগে বিশ্ব নারী দিবস পালিত
নারী দিবস উপলক্ষে গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে সিএমইএস নয়াদিয়াড়ী ইউনিটের উদ্যোগে খোলসী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে র‌্যালী ও আলাচনা সভা হয়েছে। বিশ্ব নারী দিবসের শুরুতে একটি র‌্যালি খোলসী গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষীন করে স্কুল মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহণ করে খোলসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সিএমইএস কর্মকর্তাবৃন্দ। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন’। র‌্যালি শেষে দিবসের উপর বক্তব্য প্রতিযোগীতা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আতাউর রহমান বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে তাদের সকল ক্ষেত্রে সমসুযোগ সৃষ্টি করতে হবে, মজুরী বৈষম্য দুর করে তাদের কর্মক্ষেত্রে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সিএমইএস এর অর্গানাইজার জেন্ডার জাহাঙ্গীর আলম বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথমে বাল্য বিয়ে বন্ধ করতে হবে। অনুষ্ঠান শেষে বক্তব্য ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ /নিজস্ব প্রতিবেদক/০৮-০৩-১৫