মাচায় সীম ও লাউ চাষের উপর মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার রাধুনিডাঙ্গায় মাচায় সীম ও লাউ চাষের উপর মাঠ দিবস হয়েছে। রবিবার দুপুরে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ সামস ই তাবরিজ। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. এম আজিজুর রহমানের সভাপতিত্বে মাট দিবসে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আশরাফুল হক মতু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিকুল আলম, কৃষক আকবর আলী, কৃষানী কামরুন্নাহার ইতি, মৌসুমী, রহিমা, সুমিত্রা রানী দাসসহ স্থানীয় প্রায় ১’শ ১০ জন কৃষক-কৃষানী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। মাঠ দিবসে আকবর আলীর মাচায় চাষ করা সীম ও লাউ ক্ষেত প্রদর্শন করা হয়। মাঠ দিবসে কৃষক আকবর আলীর মত এলাকার সকল কৃষকও কৃষানীকে বাড়ির পার্শ্ববর্তা স্থানে, বাগানের মধ্যে এবং পুকুর পাড়সহ বিভিন্ন ফাকা জমিতে বিভিন্ন সবজীর আবাদ করে স্বাবলম্বী হওয়ার জন্য এগিয়ে আসার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৩-১৫