অবরোধ হরতালেও গত ২ মাসে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে গেছে প্রায় ১৪ হাজার পণ্যবাহী ট্রাক

২০ দলীয় বিরোধী দলের ডাকা অবরোধ ও হরতালে গত ২ মাসে চাঁপাইনবাবগঞ্জ থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় পারাপার হয়েছে মোট ১৪ হাজার ১’শ ৬৩টি বিভিন্ন পণ্যবাহী ট্রাক। গত ৫ জানুয়ারী থেকে অবরোধ ও বিভিন্ন দিনে হরতাল চলাকালে ২০ জানুয়ারী থেকে ৭ মার্চ পর্যন্ত এসব ট্রাক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দর থেকে বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ শহর থেকেও ছেড়ে যায় অনেক পণ্যবাহী ট্রাকও। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারী ছেড়ে গেছে ১০৬টি ট্রাক, ২১ জানুয়ারী ৪৫টি, ২২ জানুয়ারী ১০০টি, ২৩ জানুয়ারী ১’শ ৮২টি, ২৪ জানুয়ারী ৮৮টি, ২৫ জানুয়ারী ১’শ ১০টি, ২৬ জানুয়ারী ১’শ ৮৪টি, ২৭ জানুয়ারী ১’শ ৪৮টি, ২৮ জানুয়ারী ২’শ ১৬টি, ২৯ জানুয়ারী ২’শ ২০টি, ৩০ জানুয়ারী ৩’শ ২০টি, ৩১ জানুয়ারী ১’শ ৫০টি। ১ ফেব্রুয়ারী ছেড়ে গেছে ২’শ ৮৯টি, ২ ফেব্রুয়ারী ২’শ ২৫টি, ৩ ফেব্রুয়ারী ২’শ ৯৫টি, ৪ ফেব্রুয়ারী ৩’শ ৯৪টি, ৫ ফেব্রুয়ারী ২’শ ৫৫টি, ৬ ফেব্রুয়ারী ৩’শ ৪৮টি, ৭ ফেব্রুয়ারী ২’শ ৫০টি, ৮ ফেব্রুয়ারী ২’শ ৪৪টি, ৯ ফেব্রুয়ারী ৪’শ ২০টি, ১০ ফেব্রুয়ারী ৫’শ ৫টি, ১১ ফেব্রুয়ারী ২’শ ৯৯টি, ১২ ফেব্রুয়ারী ৩’শ ৩৭টি, ১৩ ফেব্রুয়ারী ৪’শ ৬২টি, ১৪ ফেব্রুয়ারী ২’শ ৩১টি, ১৫ ফেব্রুয়ারী ৪’শ ৩৫টি, ১৬ ফেব্রুয়ারী ৪’শ ৯০টি, ১৭ ফেব্রুয়ারী ৪’শ ৬৫টি, ১৮ ফেব্রুয়ারী ২’শ ৫০টি, ১৯ ফেব্রুয়ারী ৩’শ ২৫টি, ২০ ফেব্রুয়ারী ৪’শ ৯০টি, ২১ ফেব্রুয়ারী ২’শ ৮০টি, ২২ ফেব্রুয়ারী ৪’শ ৮০টি, ২৩ ফেব্রুয়ারী ৩’শ ৭৩টি, ২৪ ফেব্রুয়ারী ৪’শ ২৭টি, ২৫ ফেব্রুয়ারী ৪’শ ৬২টি, ২৬ ফেব্রুয়ারী ৪’শ ৫টি, ২৭ ফেব্রুয়ারী ৪’শ ৬৫টি, ২৮ ফেব্রুয়ারী ১’শ ৮১টি। ১ মার্চ ছেড়ে গেছে ৪’শ ১৮টি, ২ মার্চ ৪’শ ৭৫টি, ৩ মার্চ ৩’শ ২৬টি, ৪ মার্চ ৪’শ ১৫টি, ৫ মার্চ ১’শ ৪৭টি, ৬ মার্চ ২’শ ৭২টি এবং ৭ মার্চ ১’শ ৫৯টি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা প্রহরায় পারাপার করা হয়েছে। গত ২০ জানুয়ারী থেকে ৭ মার্চ পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যদের যৌথ নিরাপত্তা প্রহরায় মোট ১৪ হাজার ১’শ ৬৩টি বিভিন্ন পণ্যবাহী ট্রাক অবরোধ ও হরতাল চলাকালে পারাপার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৩-১৫