গোমস্তাপুরে আলুবাহী ট্রাকে পেট্রোল বোমা > চালকসহ তিনজন দগ্ধ > একজনের অবস্থা সংকটাপন্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল এলাকায় বুধবার রাতে দূর্বৃত্তদের পেট্রোল বোমায় পুড়ে গেছে আলু ভর্তি একটি ট্রাক। এ ঘটনায় দগ্ধ হয়েছে ট্রাকের চালকসহ ৩ জন। এদের মধ্যে একজননের অবস্থা আশংকাজনক। দগ্ধরা হচ্ছে, ট্রাক চালক শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামের ওমর আলীর ছেলে ফিরোজ কবির (৪০), হেলপার একই গ্রামের আলাউদ্দীনের ছেলে সেলিম উদ্দীন (৩০) ও আলু ব্যবসায়ী সেতাউর রহমানের ছেলে সাহেব আলী (৩৫)।
ট্রাক চালক ফিরোজ কবির জানান, নওগাঁর ধামুরহাট থেকে আলু নিয়ে শিবগঞ্জ যাবার পথে গোমস্তাপুরের নিমতলা কাঠাল এলাকায় ১০/১২ জনের দূর্বৃত্ত ট্রাকের গতিরোধ করে। এরপরপরই তাদের ট্রাক থেকে নামার সুযোগ না দিয়েই পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন লেগে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে রাত ১২টার দিকে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দগ্ধদের মধ্যে সেলিম উদ্দীনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইনতেখারুম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার, নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৫-০৩-১৫
ট্রাক চালক ফিরোজ কবির জানান, নওগাঁর ধামুরহাট থেকে আলু নিয়ে শিবগঞ্জ যাবার পথে গোমস্তাপুরের নিমতলা কাঠাল এলাকায় ১০/১২ জনের দূর্বৃত্ত ট্রাকের গতিরোধ করে। এরপরপরই তাদের ট্রাক থেকে নামার সুযোগ না দিয়েই পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকে আগুন লেগে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে রাত ১২টার দিকে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দগ্ধদের মধ্যে সেলিম উদ্দীনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইনতেখারুম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার, নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০৫-০৩-১৫