মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামায়াত নেতা সাইদুর রহমান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি ও জামায়াত নেতা সাইদুর রহমানকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুরস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় তাকে গ্রেফতার করা হয়। সাইদুর রহমানকে গ্রেফতারের সময় নতুন ট্রাক টার্মিনানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ‘মহড়া’ অনুষ্ঠান চলছিল। প্রতক্ষ্যদর্শীরা জানায়, সেখান থেকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে সাইদুর রহমানকে গ্রেফতার করে। পরে ট্রাক টার্মিনালে তার নিয়ন্ত্রিত একটি স্থান থেকে ৫টি পেট্রোল বোমা ১০টি ককটেল উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতার হওয়া সাইদুরের বিরুদ্ধে ৮টি সংহিসতা ও নাশকতার মামলা রয়েছে।
দুপুর ১টার দিকে তাকে সদর থানায় তাকে সোপার্দ করা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযানে জেলার ৫ উপজেলা থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ৩৫ জন বিএনপি জামায়াত নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৩-১৫