দ্বিতীয় বিভাগ ক্রিকেট ॥ ব্রাইট স্টার ক্লাব জিতলো ৫ রানে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগএর বুধবারের খেলায় জয় পেয়েছে ব্রাইট স্টার ক্লাব। তারা ৫ রানে মসজিদপাড়া সোনালী সংঘকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ব্রাইট স্টার ক্লাব ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইরফান ২২, ইসমাইল ১৪ রান করে। মসজিদপাড়া সোনালী সংঘের বোলার অনক ৪ ওভার ১৩ রানে ৩টি, ইরফান ৪ ওভার ১২ রানে ১টি উইকেট লাভ করে। ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মসজিদপাড়া সোনালী সংঘ ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে উজ্জল ২৩, ইউসুফ ৮ রান করে। ব্রাইটা স্টার ক্লাব এর বোলার মোস্তাফিজুর ৪ ওভার ২০ রানে ৪টি, ইমন ৪ ওভার ১৯ রানে ১ টি উইকেট লাভ করে।
লীগের দ্বিতীয় খেলার ফলাফল জেলা ক্রীড়া সংস্থা থেকে জানতে পারা যায়নি। ফলে তা প্রকাশ করা গেল না।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৪-০৩-১৫