শ্যামপুরে পুলিশের গুলিতে নিহত ওলিউল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

২০১৩ সালের ২৯ মার্চ ভোরে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পুলিশের গুলিতে নিহত ওলিউল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করেছে ছাত্র শিবির।
শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওলিউল্লাহ’র দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। সকালে শিবগঞ্জের একটি মিলনায়াতনে জেলা সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী শহিদুল ইসলাম সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও শিবিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওঃ কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সাহিত্য সম্পাদক শামিম রেজা ও জামায়াতের ধাইনগর ইউনিয়নের সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৩-১৫