কেন্দ্রের ঘোষণা অনুযায়ী বিক্ষোভ করেছে ছাত্রদল ছাত্রশিবির

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার বিকেল জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে।
শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিম ফাজলে আজিম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসিদুর রহমান মেনন। এদিকে, সকালে ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল শহরের বড় ইন্দারা থেকে বের হয়ে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৩-১৫