ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী আয়োজন > গরু গাড়ী নিয়ে কৃষকের বনভোজন যাত্রা

হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের উদ্যোগে এবারও আয়োজন হলো গরু গাড়ি নিয়ে কৃষকদের বনভোজন। প্রতি বছর তার ইউনিয়নের কৃষকদের  শাতাধিক গরুগাড়ী নিয়ে তিনি বিভিন্ন ঐতিহাসিক স্থানে আয়োজন করে থাকেন। এরই ধারাবাহিকতা বৃহস্পতিবার ১শত ৫৫টি গরুগাড়ীতে সীমান্তবর্তী প্রয়াত কাজী জালাল উদ্দিনের আম বাগানে অনুষ্ঠিত হয় বনভোজন। রং বেরং-এর সাজে সজ্জিত কওে গরুগাড়ীর শো-ডাউন দিয়ে বিশাল গরুগাড়ী বহরটি পৌঁছায় পিকনিক স্পটে।
ব্যতিক্রমি এই আয়োজন প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান বলেন, ‘ গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যেতে বসায় তার ইউনিয়নের কৃষকদের নিয়ে সমিতি তৈরী করে ঐতিহ্য ধরে রাখতেই গরুগাড়ীতে করে পিকনিকের আয়োজন করা হয়’। 
স্মরণকালের এই লম্বা গরু গাড়ির বহর পিকনিক  স্পটের যাত্রা পথের দু’ধারে মানুষরা মুগ্ধ হয়ে উপভোগ করেন। 

চাাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৫-০৩-১৫

,