ভোলাহাটে নারী মুক্তিযোদ্ধার রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

 ভোলাহাট উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত্য: মুলতান আহমুদ মেয়ে এবং শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্য একরামুল হক খুদি একরাম এর স্ত্রী সুরাইয়া খাতুন চার দিন ঢাকা এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় ৪ মার্চ বুধবার দিবাগত রাত ৯টা ২৫ মিনিটের সময় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দু’ছেলে নাতি ও অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তিনি কমার্সিয়াল অডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবসরে যাওয়ার পর গাজীপুর টুঙ্গীর দেওরা নামকস্থানে বসবাস করতেন। তাঁকে এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ীতে নিয়ে এসে বাহাদুরগঞ্জ বড় জামে মসজিদ গোরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রিয় মর্যাদা জানানোর সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো: রফিক উপস্থিত থেকে ভোলাহাট থানার চৌকস দল সম্মান জানায়। এ সময় উপজেলা কমান্ডার আলহাজ্ব নুরল হক লোল, উপজেলার বিভন্ন গ্রামের মুক্তিযোদ্ধা, সূধী ও নানা পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। নারী মুক্তিযোদ্ধার মৃত্যুর খবরে তাৎক্ষণিক তাঁর বাড়ী ছুটে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক সাংবাদিক গোলাম কবির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

চাাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৫-০৩-১৫

,