ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল। ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন অবঃ সিনিয়র সহকারী সচিব আলহাজ্ব মুহম্মদ মাহতাব উদ্দিন। এসময় ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিত শিক্ষা কর্মসুচীর আওতায় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৫