শিবগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধা নিহত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর আইড়ামারি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত সোনাভান বেগম (৫৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
নিজ বাড়িতে শনিবার রাতে সে মারা যায়। যুবক-যুবতী’র প্রেমের সর্ম্পকের ঘটনাকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে আহত হওয়ার দু’দিন পর ওই বৃদ্ধা মারা যান।
স্থানীয়রা জানায়, আইড়ামারী গ্রামের এক যুবকের সঙ্গে একই এলাকার এক যুবতী’র প্রেমের সর্ম্পক থাকার মাঝেই অন্যত্র গোপনে বিয়ে দেয়ার ঘটনাকে ঘিরে গেল বৃহস্পতিবার ও শুক্রবার দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত। আহতের মধ্যে আকতারা খাতুন ও মর্জিনা খাতুন নামের দু’জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করে। আহতদের মধ্যে সোনাভান শনিবার রাত পৌনে ১১টার দিকে মারা যায়।
রোববার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতলে পাঠিয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২২-০৩-১৫