জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহকে সামনে রেখে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে রোববার জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১ থেকে ৭ এপ্রিল সারাদেশের মত চাঁপাইনবাগঞ্জ জেলাতেও সকল স্কুলগামী এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরেপড়া শিশুদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলারা বেগম, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহেদুজ্জামান (জুয়েল)। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরিৎ কুমার সাহা, নাচোল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমতেখারুল আলম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ এম এ মাতিন, জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ বিষয়ক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার। সভায় জানানো হয়, ৫ থেকে ১২ বছর বয়সী চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল শিশুদের ট্যাবলেট খাওয়ানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৫