ব্যবসায়ী নেতা মোজাম্মেল হক ওরফে মোজা মুন্সি মারা গেছেন

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের সংগঠন শিল্প ও বণিক সমিতির দীর্ঘদিনের সাবেক পরিচালক, মাছ আড়ৎ ব্যবসায়ী মোজাম্মেল হক যিনি স্থানীয়দের কাছে মোজা মুন্সি নামে পরিচিত বৃহস্পতিবার মারা গেছেন।
বিকেল ৩টায় শহরের পাঠানপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে মৃত্যুকালে মোজাম্মেল হক স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে হুজরাপুস্থ খালঘাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজ শেষে তাকে খালঘাট গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, বণিক সমিতি’র সাবেক পরিচালকের মৃত্যুতে সমিতির সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক আব্দুল ওয়াহেদ গভীর শোক প্রকাশ করেছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৩-১৫