নাচোলে ইলামিত্র স্মৃতি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলামিত্র স্মৃতি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানাগেছে, নাচোল উপজেলার নেজামপুর বাসষ্ট্যান্ড থেকে কেন্দুয়া পঞ্চানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫কিঃমিঃ রাস্তাটি নিম্ন মানের খোয়াবালী দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ করেছেন স্থানীয় লোকজন । কৃষ্ণপর গ্রামের লাল চাঁন্দ এর ছেলে মনিরুল ইসলাম,মোকবুল হোসেন এর ছেরে মামুন ও কামার জগদইল গ্রামের আলহাজ্ব লুৎফর রহমানের ছেলে বাহার আলী অভিযোগ করে বলেন, ওই রাস্তায় ৬টি কালভাট ও ১টি ব্রীজ নির্মান করা হয়েছে শুধু দায়সারা ভাবে। নিয়ম ভর্হিভূত ভাবে কালভার্ড গুলোতে ফাঁকা ফাঁকা ভাবে রডদিয়ে কাজ করার সময় এলাকাবাসী প্রতিবাদ করে। এসময় কাজের নির্মানাধীন ঠিকাদার জাকারিয়া প্রতিবাদকারীদের মামলা দেয়ার হুমকীও দেয়।
নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিম্নমানের কাজের ব্যাপারে তিনি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরকে সম্প্রতি অবহিত করেছেন। এলাকার সড়ক নির্মান কাজে ২নং  ইটের খোয়া,কালভাট ও ব্রীজ নির্মানে ফাঁকা ফাঁকা ভাবে রড দিয়ে দায়সারা ভাবে কাজ করা হচ্ছে। সেটা অচিরেই ভেঙ্গে ক্ষতি গ্রস্থ হবে বলে তারা আশংকা করছেন।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী রওশন আলী মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে । 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৬-০৩-১৫

,