আজাইপুর-আরামবাগ বড়পুকুর সংস্কারের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আরামবাগ উজালা সংঘ চত্বরে সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় পুকুর হিসেবে পরিচিত আজাইপুর আরামবাগ বড়পুকুর সংস্কারের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজাইপুর আরামবাগ উজ্বালা সংঘ আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ঠিকাদার গ্রুপের সাবেক সভাপতি ব্যবসায়ী নেতা খাইরুল ইসলাম ও দৈনিক কালের কণ্ঠ এবং এনটিভির সাংবাদিক শহীদুল হুদা অলক। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উজ্বালা সংঘের আহবায়ক, এ্যাডভোকেট রবিউল ইসলাম, সাবেক কাউন্সিলর মুকুল আলী, আনোয়ার হোসেন লালু, হাবিবুর রহমান হাবিব।
সভায় বক্তবরা, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রাচীন এই পুকুরের দুর্দশা তুলে ধরেন এবং তা সংস্কারের দাবি জানান।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে আব্দুল ওদুদ বলেন, শুধু বড় পুকুরের উন্নয়ন নয়, চাঁপাইনবাবগঞ্জ শহরের সবধরণের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আমার প্রয়াস অব্যাহত রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে পুকুর সংস্কারের উদ্যোগ নেয়া হবে। তিনি তার বক্তব্যে, সরকারের ও তার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং সাম্প্রতিক সময়ের সংহিসতা ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধসহ জনমত গড়ে তোলার আহবান জানান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৫