রাবি শিক্ষক শফিউল হত্যা মামলায় রেশমার দু’দিনের রিমান্ড মঞ্জুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম লিলন হত্যামামলায় গ্রেফতার নাসরিন আখতার রেশমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক জয়ন্তী রানী দাস এ আদেশ দেন।
গত ৭ মার্চ রেশমাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আব্দুল মজিদ সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
তিনি জানান, মঙ্গলবার রেশমাকে কারাগার থেকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রেশমা মুখ খুললেই শিক্ষক শফিউল ইসলাম লিলন হত্যার মূল রহস্য উদঘাটন সম্ভব হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ প্রতিবেদক, রাবি/ ১৭-০৩-১৫