রাবিতে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে ছাত্রদলকর্মীকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ

ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাওন নামে ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। ছাত্রদল কর্মী শাওন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এসময় শাওনকে উদ্ধার করতে এগিয়ে আসলে সহপাঠী ছাত্রলীগ কর্মী সজিবকেও পিটিয়ে পুলিশে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ছাত্রদল কর্মী শাওনসহ বেশ কয়েকজন বিদ্যালয়ের টুকিটাকি চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তাদের পাশে বেঞ্চে বসে থাকা রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কৌশিক ও রুনুসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ডেকে নিয়ে কথা বলাবলি’র এক পর্যায়ে শাওনকে পিটুনি দেয়া শুরু করে। এসময় শাওনের সহপাঠী সজিব এগিয়ে আসলে তাকেও ছাত্রলীগ নেতাকর্মীরা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রাবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, ‘ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসের কয়েকজন ছাত্রীকে উত্যক্ত করছিলো। এজন্য তাদের মেরে পুলিশে দিয়েছি।’
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, ঘটনাস্থল থেকে শাওন ও সজীব নামের দুই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে সজীবকে ছাড়িয়ে নিয়ে যান। শাওন ছাত্রদল কর্মী বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ প্রতিবেদক, রাবি/ ০২-০৩-১৫