ব্লগার অভিজিত হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিত রায়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং দায়ী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চাঁপাইনবাবগঞ্জ গণজাগরণমঞ্চের উদ্যেগে মানববন্ধন হয়েছে।
রবিবার বেলা ১১টায় শহরের শহীদ সাটু হলের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিদের উপস্থিতিতে এসময় হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা প্রফেসর মো. ইব্রাহীম, সেক্টর কমান্ডারস ফোরামের এ্যাড. আব্দুস সামাদ, শহর আওয়ামীলীগের সেক্রেটারী এ্যাড.মিজানুর রহমান, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রনেতা রফিক হাসান বাবলু, কামালউদ্দিন, শহীদুল হুদা অলক, নারীনেত্রী খাদিজাতুল কোবরা, আলিউজ্জামান নুর, আব্দুল মাজিদ।
সমাবেশে বক্তবরা আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে অভিজিত হত্যাকান্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং হত্যকারীদের খুজে বের করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ০১-০৩-১৫