মহারাজপুরে গৃহবধু’র লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকা থেকে সীমা খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধুর মৃত্যুর ঘটনাটি ঘটে বলে ধারনা করা হচ্ছে। মৃত সীমা ওই এলাকারই হাবিবুর রহমানের স্ত্রী ।
সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, প্রায় দশ বছর আগে সীমার সঙ্গে হাবিবুরের বিয়ে হয়। বিয়ের পর হাবিবুর আট বছর বিদেশে ছিল। দুই বছর আগে সে দেশে ফিরে আসে। সীমার মৃত্যুর খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে গৃহবধু সীমার গলাকাটা লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে ও সীমার স্বামী হাবিবুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ও.সি।
এলাকাবাসী জানিয়েছে, সীমা বেশ কিছুদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল। মঙ্গলবার রাতে সে  নিজের শোবার  ঘরে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয় । এর পরপরই  সে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৩-১৫