রাবিতে শুরু হয়েছে বিশ্ব সামাজিক ক্যাফে আড্ডা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্বসামাজিক ফোরামের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে  ক্যাফে আড্ডা। বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে ক্যাফে আড্ডা। বুধবার সকালে ক্যাফে আড্ডার উপস্থাপক সোহরাব হোসেনের পরিচালনায় শুরু হল এ আড্ডা ।
প্রতিদিনের ক্যাফে আড্ডায় যা রয়েছে, প্রতিদিন সকাল ১০টায় আড্ডা ও  বৈকালিন আড্ডা, ফ্রি পোট্রেট ফটোগ্রাফি, আলোকাচিত্র প্রদর্শনী , সিনেমা প্রদর্শনী , মানবতাবাদী গানের আসর , উপকরণ প্রদর্শনী, ভিডিও কনফারেন্স এছাড়াও দিনভর চা-আড্ডা-খোশগল্প।
সাম্য স্বাধীনতা, ন্যায্যতা, সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি মানবিক পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা জন-আন্দোলন থেকে বিশ্ব সামাজিক ফোরাম প্রতিষ্ঠিত হয়। ডব্লিউ এস এফ হলো এমন একটি প্লাটফর্ম ও প্রক্রিয়া যেখানে সামাজিক আন্দোলন, ব্যক্তি,ও বিভিন্ন নাগরিক সংগঠন বাণিজ্যিক বিশ্বায়ণ , যুদ্ধ , সামরিকীকরন , ও নয়া উদারবাদী প্রক্রিয়ার বিরুদ্ধে মুক্ত আলোচনা ও বিকল্প চিন্তার প্রকাশ ঘটাতে পারেন। অন্য এক পৃথিবী গড়া সম্ভব - এই প্রত্যয় নিয়ে গত দেড় শতক ধরে ডব্লিউ এস এফ সংগঠকেরা বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছে। ১৯৯০ এর দশকে ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগঠিত গনজাগোরণের পাশাপাশি নাগরিক সমাজের নানা উদ্যোগের ধারাবাহিকতায় ১৯৯৯ সালে সিয়াটলে বিশ্বয়ান বিরোধী ব্যাপক আন্দোলন গড়ে উঠে যা ডব্লিউ এস এফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখে।
ডব্লিউ এস এফের ১৪টি মূলনীতির মধ্যে অন্যতম হলো, নাগরিক সমাজের বিভিন্ন দল ও আন্দোলনসমূহের চিন্তার প্রতিফলন ঘটানো , বিভিন্ন তত্ত্ব বা ধারণা সর্ম্পকে গনতান্ত্রিক বিতর্ক উৎসাহিত করা এ বিষয়ে প্রস্তাব প্রনয়ণ করা , স্বাধীরভাবে মতবিনিময় ও পদক্ষেপ নেওয়ার জন্য আন্তঃসংযোগ স্থাপনের উপযোগী একটি মুক্ত আলোচনার ক্ষেত্র তৈরী করা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ প্রতিবেদক, রাবি/ ২৫-০৩-১৫