নাচোলে গ্রেফতার জেএমবি’র দু’ নেতার দু’দিনের রিমান্ড মঞ্জুর

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি প্রত্যান্ত গ্রাম থেকে পুলিশের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র চাঁপাইনবাবগঞ্জের দু’ শীর্ষনেতাকে মঙ্গলবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে রিমান্ড শুনানী শেষে চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নবী দু’দিনের রিমান্ড আদেশ প্রদান করেন।
ডরমান্ড মঞ্জুর হওয়া এই দু’ নেতা হচেছ, নওগাঁ জেলার মান্দা উপজেলার শিবনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আবদুল মোতাকাব্বির ওরফে সানি, ওরফে বুলবুল, ওরফে ফাহিম, ওরফে সজীব, ওরফে নবীন (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর গ্রামের চরচাকলা গ্রামের আবদুল হকের ছেলে আশরাফুল ইসলাম ওরফে রনি (২৪)।
সরকারের নিষিদ্ধ ঘোষণার পর আবারও নিজেদের সংগঠিত করার জন্য দেশের অন্যান্য স্থানের মত উত্তরের বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ প্রত্যান্ত এলাকায় নতুন সদস্য সংগ্রহ সংগঠনকে শক্তিশালী করতে তৎপরতা চালানো মুখে বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয় এই দু’ শীর্ষ নেতা।
পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়ার পর তারা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাদের সংগঠনকে শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহের কাজ করছিল। তারা নাশকতার পরিকল্পনা করা কথাও স্বীকার করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
গ্রেফতারের পর তাদের কর্মকান্ড সর্ম্পকে অধিক তথ্য জানতে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এই আবেদনের প্রেক্ষিতে রিমান্ড শুনানী শেষে আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৩-১৫