ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার খড়কপুর (উপরপাড়া) গ্রামস্থ ভেড়ীমারী মোড় সংলগ্ন গোরস্থান এলাকার কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৩৫ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল সেট, ৩ হাজার ৩’শ ৭৪ টাকাসহ ভোলাহাট উপজেলার খড়কপুর (উপরপাড়া)র মাদক ব্যবসায়ী এসতাব আলীর ছেলে ইসমাইল হক (২৬), আদাতলা গ্রামের সামসুদ্দিনের ছেলে সুলতান আলী (২৮), ও পোল্লাডাঙ্গা নামোটোলার মজিবুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৭)কে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পর কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক ব্যবসার সাথে জড়িত। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৫